আজকের শিরোনাম :

ডোমারে উপজেলা নির্বাচনে থেমে নেই প্রচারণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৮

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২০ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের কথা থাকলেও এখন পর্যন্ত প্রতীক না পেলেও প্রচারণা থেমে নেই প্রার্থীদের। প্রার্থীরা সকাল থেকে রাতভর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখানে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ নৌকা, বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক বসুনিয়া আনারস ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরন্নবী মটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

আব্দুর রাজ্জাক বসুনিয়া আওয়ামী লীগ থেকে গতবার প্রার্থী হয়ে জয়লাভ করলেও এবার তাকে মনোনয়ন না দিয়ে বোড়াগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ কে দলীয় মনোনয়ন দেওয়া হলে আব্দুর রাজ্জাক বসুনিয়া স্বতন্ত্র প্রাথী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ ড. হামিদা বানু শোভা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাষ্ট্রদুত আমিনুল হোসেন সরকার মটরসাইকেল প্রতীকের কমান্ডার নুরন্নবীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ডোমার উপজেলা নির্বাচনে অংশ না নিলেও আওয়ামী লীগের প্রার্থীর সাথে আওয়ামী লীগ সমর্থক স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী প্রচারণা আলাদা কৌতূহল সৃষ্টি করেছে ডোমার বাসীর মধ্যে।

আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরন্নবীর পক্ষে অবস্থায় গ্রহণ করেছেন উপজেলা আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা দলীয় প্রার্থী তোফায়েল আহমেদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন্। সকাল থেকেই প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছেন।

শনিবার রাতে আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ ড. হামিদা বানু শোভা স্বতন্ত্র প্রার্থী নুরন্নবীর পক্ষে উপজেলার বামুনিয়া, জোড়াবাড়ী, কেতকিবাড়ী, গোমনাতি ও ভোগডাবুড়ি ইউনিয়নে প্রচারণা চালান। অপরদিকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী তোফায়েল আহমেদ বোড়াগাড়ী, হরিনচড়া ও সোনারায় ইউনিয়নে প্রচারণা চালান। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া হাট্রিক জয়ের আশা নিয়ে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত ডোমার শহরের কোন প্রার্থী জয়লাভ করতে পারেনি। আঞ্চলিকতার দোহাই দিয়ে প্রত্যেকবারেই জয়লাভ করেছে কেতকিবাড়ী ইউনিয়নের প্রার্থীরা।
 
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার  মোছা: উম্মে ফাতিমা জানান, ১৯ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন , ২০ ফেব্রুয়ারি প্রার্থীদেও মাঝে প্রতীক বরাদ্দ ও ১০ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এবিএন/মোঃআব্দুল্লাহ আল মামুন/গালিব/জসিম

 

 

এই বিভাগের আরো সংবাদ