আজকের শিরোনাম :

ডোমারে আলু চাষীদের সম্মেলন অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৩

নীলফামারী জেলার ডোমারে শাওন হিমাগার লিমিটেডের এজেন্ট ও আলু চাষী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে শাওন হিমাগারের আয়োজনে মনছুরুল ইসলাম দানুর ইট ভাটায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

শাওন হিমাগার লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও ডোমার পৌর মেয়র আলহাজ মোঃ মনছুরুল ইসলাম দানুর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উম্মে ফাতিমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় ইসলামী ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন, থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মোকছেদ আলী, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মুসফিকুর রহমান, কৃষিবীদ সুবাস চন্দ্র বসু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরন্নবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান জেলার বিভিন্ন আলু চাষী, ব্যবসায়ী ও এজেন্টরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বক্তারা জানান, গুনগত মান ও মেশিনের কার্যক্ষমতা উন্নত হওয়ার দরুন শাওন হিমাগারে রক্ষিত আলু কখনোই নষ্ট হয়নি। হিমাগারের সুনাম থাকায় দিনে দিনে আলুচাষীরা শাওন হিমাগারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এবিএন/মোঃআব্দুল্লাহ আল মামুন/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ