আজকের শিরোনাম :

ফরিদপুরে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণা ও যৌন হররানীর অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৭

ফরিদপুর শহরের বেসরকারী মেডিকেল টেকনোলজিস্ট কলেজ কমিউনিটি ম্যাটস এর শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণা ও যৌন হয়রানীর অভিযোগ নিয়ে আন্দোলনে নেমেছে।

ফরিদপুর কমিউনিটি ম্যাটস। এটি মেডিকেল টেকনোলজি ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সের কলেজ। দীর্ঘদিন যাবত কলেজ কর্তৃপক্ষের দুর্নীত, অবহেলা, প্রহসন আর যৌন নির্যাতনের অভিযোগ শিক্ষার্থীদের। কোন প্রতিকার না পেয়ে মাঠে নেমেছেন ছাত্র ছাত্রীরা।

আজ রবিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে এই সকল অভিযোগ করেন ছাত্র ছাত্রীরা। তারা জানান, কোন প্রতিবাদ করলেই ছাত্রীদের যৌন হয়রানী আর ছাত্রদের ভাইবা পরীক্ষায় ফেল করানো হয়।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ফরিদপুর জেলা প্রশাসন ও সিভিল সার্জন বরাবরে স্মারকলিপিও দেয়। অভিযুক্ত পরিচালকদের অন্যমত একজন মো. মহসিন।


যৌন হয়রানীর অভিযোগ অস্বিকার করে বলেন, আমরা যে সার্টিফিকেট দিবো তা দিয়ে তারা সকল চাকরীতে আবেদন করতে পারবে। বিএমডিসি’র অনুমোদন নেই স্বিকার করে বলেন, আবেদন করা হয়েছে। শিক্ষার্থীদের সাথে প্রতারণার কথাও অস্বিকার করেন তিনি।


এবিএন/কে এম রুবেল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ