আজকের শিরোনাম :

বগুড়ায় প্রতিবন্ধী বিদ্যালয়সমূহ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩২

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় সমূহ জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারিরা। গতকাল শনিবার বেলা ১১টায় বগুড়া জেলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় শিক্ষক/কর্মচারি পরিষদের ব্যনারে  অনুষ্ঠিত হয় এ  মানববন্ধন।

মানববন্ধন কর্মসূচী চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এসএসটি দেওয়ান, শাহিনুর রহমান,বগুড়া জেলা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী কল্যাণ ফেডারশনের সভাপতি সাংবাদিক এস এম কাওসার,সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক,বগুড়া জেলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী পরিষদের সভাপতি আজিজার রহমান প্রমূখ।



 মাবনবন্ধনে বক্তারা বলেন জেলায় ৩৬টি প্রতিবন্ধী বিদ্যালয় সমাজের সুবিধা বঞ্চিত প্রায় ১০ হাজার প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদর ৪/৫ বছর যাবত শিক্ষা ও প্রশিক্ষণ দিয় আসছে। এসব বিদ্যালয়ে সাড়ে ৩’শ শিক্ষক-কর্মচারী সমাজকল্যান মন্ত্রনালয়ের নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হয়ে শিক্ষাদান করলেও শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন-ভাতা থেকে বঞ্চিত। তাই মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে প্রতিষ্ঠান সমূহ জাতীয় করণের দাবি জানান তারা।
 

এবিএন/খালিদ হাসান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ