আজকের শিরোনাম :

বদলগাছীতে রেকর্ড পরিমাণ গম উৎপাদন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৯

নওগাঁর বদলগাছীতে চলতি বছরে রেকর্ড পরিমাণ গমের চাষ করেছে উপজেলার কৃষকরা। অনুকূল আবহাওয়া এবং পরিবেশের কোন বিরূপ প্রভাব না থাকায় বদলগাছীতে গমের বাম্পার ফলন হওয়ার সম্ভবনা রয়েছে। এক সময় গরীব মানুষের খাবার হিসাবে পরিচিত গমের আটা বর্তমান অধিক মূল্যের কারণে সাধারণ জনগণের সাধ্যের বাহিরে চলে গেছে। এবারে কৃষকরা একরের পর একর আলু চাষ করেও দাম না থাকায় তারা গমের ফসল থেকে পুষিয়ে নিবে।

বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এবার গমের ফসলে কৃষকেরা সময় মত সেচ দিয়ে বাম্পার ফলনের ফসল ফলাচ্ছে।

উপজেলা বালুভরা ইউপির কোমারপুর গ্রামের গম চাষী রমজান আলী জানায়, এবারে সে ৩ বিঘা গম ৪ বিঘা আলু চাষ করে আলুর দাম ভাল না পেলেও তিনি আশা করছে ৩ বিঘা জমিতে গমের ফসল করে সে কিছুটা আলুর ক্ষতি পুষিয়ে নিবে বলে আশা করে।

বদলগাছী কৃষি অফিসার মোঃ হাসান আলী বলেন, উপজেলায় এবার ১২শ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। ফলনও ভাল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এবিএন/হাফিজার রহমান/গালিব/জসিম

 

 

 

 

 

 

 

এই বিভাগের আরো সংবাদ