আজকের শিরোনাম :

মেলান্দহে শাহ্ আব্দুল করিমের জন্মবার্ষিকী পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫০

জামালপুরের মেলান্দহে বসন্তবরণ ও বাউল শিল্পী শাহ্ আব্দুল করিমের ১০৩ তম জন্মবার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় উত্তরণ কার্যালয়ে এক আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর আয়োজন করে। সংগঠনের সভাপতি ডা. ধ্রুব জ্যোতি ঘোষ মুকুল বাবু এতে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন, প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, সঙ্গীত শিল্পী সহিদুর রহমান শান্ত, কবি বিপ্লব সরকার ও উত্তরণের সাধারণ সম্পাদক মহব্বত আলী ফকির প্রমূখ।
অনুষ্ঠানে বসন্তবরণ উৎসবের মধ্য দিয়ে বাউল শিল্পী শাহ্ আব্দুল করিমের জীবন কর্মের উপর আলোচনা-কবিতা আবৃত্তি শেষে শিশু-কিশোরদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্তরা বাউল শিল্পী শাহ্ আব্দুল করিমের ভাবের গান পরিবেশনের মধ্যদিয়ে দিবসটি পালন করেন।

মিউজিকে ছিলেন-উত্তরণ সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম ও তার দল।

এবিএন/মো. শাহ্ জামাল/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ