আজকের শিরোনাম :

রেলযোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিকায়ন করা হবে: রেলমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৭ | আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৪

রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেন, রেলযোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিকায়ন করে রেলের হারানো সৌন্দর্য আবার ফিরিয়ে আনা হবে। রেলকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে।পরবর্তী প্রজন্মের জন্য রেলওয়েকে একটি উন্নত যানবাহন ব্যবস্থা হিসেবে রেখে যাব। রেলপথে যেসব ষ্টেশন রয়েছে পর্যায়ক্রমে সেগুলোর উন্নয়ন করা হবে।জনবল ঘ্টতিপূরন করা হবে এই লোকোমোটিভ কারখানাসহ সর্বত্র। ঐতিহ্যবাহী পার্বতীপুর ৪ লাইনে জংশন ষ্টেশনকে রিমডেলিং করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। রেলের বেদখলকৃত জমি উদ্ধার করা হবে। 

শনিবার পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা ও উত্তরের শ্রেষ্ঠ চার লাইনের জংশন স্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।বিকাল ৩টার পর থেকে ৫টা পর্যন্ত কেলোকা ও রেলওয়ে স্টেশনে উন্নয়নকাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট রেল কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে বৈঠক করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন এ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান। পশ্চিম রেলওয়ে জিএম শহিদুল খন্দকার ইসলাম এডিজি/আএস শামসুজ্জামান, জেডিজি/সিএই(লোকো) মঞ্জুর উল আলম চৌধুরী, সিএমই (পশ্চিম) মৃনালকান্তি বনিক প্রমূখ মন্ত্রীর তার সফরসঙ্গী ছিলেন।

এবিএন/এম এ জলিল সরকার/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ