আজকের শিরোনাম :

উপজেলা নির্বাচনে

সিরাজগঞ্জে প্রার্থীর হলফনামায় জাল স্বাক্ষরের অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৭

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে (সতন্ত্র) প্রার্থী মো. ইন্দিস আলীর জমা দেয়া মনোনয়ন পত্রের হলফনামায় জাল স্বাক্ষরের অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, উক্ত উপজেলা চেয়ারম্যান (সতন্ত্র) প্রার্থীর মনোনয়ন পত্রে নোটারী পাবলিকের সীল স্বাক্ষর জাল, সনাক্তকারীর স্বাক্ষর নেই ও আড়াই’শ জনের ভোটারের অধিকাংশ ভোটারের স্বাক্ষর জাল।

এ বিষয়ে আওয়ামী লীগের মনোনীত ওই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক এমপি মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন সহকারি রির্টানিং অফিসার ও উল্লাপাড়া উপজেলা নির্বাচন অফিসার এবং রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

এ অভিযোগ করা সত্বেও পরদিন ১২ ফেব্রুয়ারী যাচাই বাছাই শেষে তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। অবশেষে ১৫ ফেব্রুয়ারী আওয়ামী লীগের মনোনীত ওই চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বাদী হয়ে জেলা প্রশাসক, সিরাজগঞ্জ ও আপীল কর্তৃপক্ষ উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ বরাবর অভিযোগ দাখিল করেছেন।

 

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ