আজকের শিরোনাম :

সদরপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণার দাবীতে সড়ক অবরোধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪২

ফরিদপুরের সদরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আক্তারুজামান তিতাসের সমর্থনে ও উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের বিপক্ষে কয়েক হাজার জনতা সড়ক অবরোধ করে।
 
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় সদরপুর হাসপাতাল মোড়ে প্রথমে সদরপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় সদরপুর উপজেলার একাধিক ইউনিয়নের কয়েক হাজার নারী পুরুষ জড়ো হয়। সভায় সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান কে বাদ দিয়ে বক্তারা তাদের সমর্থিত প্রার্থীকে সমর্থন দেওয়ার দাবী তুলে ধরে স্থানীয় সাংসদের নিকট।

১২টার দিকে ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন চৌধুরী হাসপাতাল মোড় এলাকায় পৌছালে বিক্ষোভে অংশ নেওয়া অবরোধকারীরা সাংসদের গাড়ির সামনে ভিড় জমায়। হাসপাতাল মোড় থেকে সদরপুর বাজার পর্যন্ত প্রায় ঘন্টাব্যাপী এ সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা।

অবরোধ চলাকালে সাংসদের নিকট জনতা দাবী করেন সদরপুর উপজেলা চেয়ারম্যান পদে কাজী শফিকুর রহমান কে সমর্থন না দেওয়ার জন্য। তারা আরও দাবী জানিয়ে বলেন, সদরপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আক্তারুজামান তিতাস কে সমর্থন দেওয়ার জন্য।

পরে অবরোধ সরিয়ে সদরপুর উপজেলা পরিষদ চত্ত্বরে একটি সভা হয়। ওই সভায় ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, আমি কোনো খারাপ ব্যক্তি বা দুর্নীতিবাজ কে সমর্থন দেবো না। ৯টি ইউনিয়নের নেতাকর্মীদের সাথে বসে একজন ভালো প্রার্থীকে সমর্থন দেবো।

অপরদিকে দুর্নীতির বিভিন্ন বিষয়ে আখ্যা দিয়ে তিনি উপজেলা পরিষদ নির্বাচনের আরেক প্রার্থী শায়েদীদ গামাল লিপু কে ভোট না দেওয়ার জন্য জনগণের নিকট অনুরোধ জানান।


এবিএন/সাব্বির হাসান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ