আজকের শিরোনাম :

ফুলবাড়ীয়ায় ঠিকাদারকে লাঞ্চিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩১

ফুলবাড়ীয়ায় প্রথম শ্রেণির ঠিকাদার মো. জয়নাল আবেদীন বাদল এর কাছে দাবিকৃত দশলক্ষ টাকা চাঁদা পরিশোধ না করায় তার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্থানীয় বঙ্গবন্ধু হলে সকাল ১১ঘটিকায় সংবাদ সম্মেলন করেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠিকাদার বাদলের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুর ইসলাম রকিব, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ওসমান গনি, ঠিকাদার শওকত আলী, আ. আওয়াল। সংবাদ সম্মেলন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে  ঠিকাদার বাদলের উপর সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচারের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

উল্লেখ্য, গত বুধবার হামলার পর ঠিকাদার বাদল সন্ত্রাসী হামলাকারী বিরোদ্ধে ফুলবাড়ীয়া থানায় ১৪৩/৩৪১/৩৮৫/৩২৩ /৩০৭/৩৭৯/৫০৬(২)/১১৪ পেনাল কোড-১৮৬০ধারায় ৪ জনসহ অজ্ঞাতনামা ১০/১৫ দায়ের করেন। ঐদিন রাতেই মামলা ১নং আসামী মো. আ. মালেককে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে গ্রেফতার করে ফুলবাড়ীয়া থানা পুলিশ। এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানা অফিসাস ইনচার্জ শেখ কবিরুল ইসলাম বলেন, ঠিকাদার বাদল এর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

 এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ