আজকের শিরোনাম :

হরিপুরে বিজিবির গুলিতে নিহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৫

গত মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের হরিপুরের বহরমপুরে বিজিবির কর্তৃক ছাত্র, শিক্ষক ও পথচারীকে গুলি করে নৃশংস হত্যার বিচারের দাবিতে বুধবার বিকাল ৪টায় সময় উপজেলার চাঁপধা বাজারের এলাকাবাসী এক মানববন্ধন করেছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গুলিতে নিহত ও আহত পরিবারের লোকজন ও এলাকাবাসীসহ উপজেলার বিভিন্ন পেশার মানুষজন।

মানববন্ধনে বিজিবির বিচার চেয়ে জনসাধারণ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার উপজেলার বহরমপুর গ্রামের বিজিবির গুলিতে ছাত্র, শিক্ষক ও পথচারী নিহত ও ২০ জন গুলিবিদ্ধ হয়। 
অপরদিকে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা এমজে আরিফ বেগ বুধবার দুপুরে নিহতদের দাফন কাজ সম্পন্ন করার জন্য নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে টাকা প্রদান করেন। এবং বুধবার বিকেলে স্থানীয় এমপি দবিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এবিএন/কবিরুল ইসলাম কবির/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ