আজকের শিরোনাম :

গোদাগাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে বহিষ্কার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৫

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সে সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামানকে বহিষ্কার করা হয়। আজ বুধবার বিকেল ৪ টায় গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় পার্টি অফিসে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এজাজুল হক মানু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- পৌর আওয়ামী লীগ সভাপতি অয়েজউদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল আলম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক, উপজেলা যুবলীগ সভাপতি দলীয় মনোনয়ন প্রাপ্ত চেয়াম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সুফিয়া খাতুন মিলি, সাধারণ সম্পাদক কৃষ্ণা দেবী, পৌর আওয়ামী যুবলীগ সভাপতি আকরব আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ মোশারফ বাবু, পৌর ছাত্রলীগ সভাপতি হামিদ রানা প্রমুখ।  সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।

এ সময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আবারও নৌকার বিজয়ের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এ প্রসঙ্গে এজাজুল হক মানু বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী  কোন নির্বচনে দলের সিদ্ধান্তের বাইরে দলের কেও স্বতন্ত্র হয়ে ভোটে অংশগ্রহণ করলে তাকে দল থেকে বহিস্কারের বিধান রয়েছে তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামানকে উপজেলা কার্যনির্বাহী কমিটি লিখিতভাবে বহিষ্কার করে।

এবিএন/শামসুজ্জোহা/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ