আজকের শিরোনাম :

পটিয়ায় স্বামীকে হাসপাতালে নেওয়ার পথে লাশ হলেন স্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০১

স্বামীকে হাসপাতালে নেওয়ার সময় মালবাহি লরির ধাক্কায় সড়ক দুর্ঘটনায় পটিয়ায় মারা গেছেন স্ত্রী রত্মা দাশ (৫০)।  তিনি পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকার বাদল দাশের স্ত্রী। আজ বুধবার ভোর ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার মনসা বাদামতল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সিএনজি চালক খোরশেদ আলম (৩৭) ও নিহত রত্মার পুত্র বিধান দাশ (৩৮)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা বাদল দাশ দীর্ঘদিন ধরে অসুস্থ। বুধবার ভোরে শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বামীকে নিয়ে রত্মা দাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। সিএনজি অটোরিক্সা মনসা বাদামতল এলাকায় পৌছলে কক্সবাজারমূখী মালবাহী লরি (চট্টমেট্রো ট-১১-৫৯৬৩) ধাক্কা দিলে ঘটনাস্থলে রত্মাসহ আহত হয়।  এর আগে অসুস্থ বাদল দাশকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণের পরামর্শ দেয়।  পরে চমেক হাসপাতালে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এই ঘটনা।

পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক প্রণব দাশ জানিয়েছেন, অসুস্থ বাদল দাশকে নিয়ে চমেক হাসপাতালে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী রত্মা দাশ মারা গেছেন।

পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত অফিসার এসআই মুজিবুর রহমান বলেন, মালবাহী লরির ধাক্কায় সিএনজির যাত্রী নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মালবাহী লরিটি আটক করা হয়েছে।
              
এবিএন/সেমিল চৌধুরী/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ