আজকের শিরোনাম :

ফুলবাড়িয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪২

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম রব্বানী, ১০ম শ্রেণীর ছাত্র আমজাদ ও বিধান কে আহত করার প্রতিবাদে শিক্ষার্থীরা ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কের দেওখোলা বাজার নামক স্থানে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ বুধবার দুপুর ১টা হতে ২ টা পর্যন্ত সড়ক গাছের গুড়ি ফেলে এ কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা বখাটেরদের বিচার দাবী করেন। এদের মধ্যে প্রধান শিক্ষক জাতীয় হৃদরোগ ইন্সিটিউটে ভর্তি রয়েছেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পরিচালনা  কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ¦ তাজুল ইসলাম বাবলু, এম এ হান্নান, সহকারী প্রধান শিক্ষক সংগ্রাম চন্দ্র পাল প্রমুখ।

উল্লেখ্য, সোমবার বেলা ১২ টার দিকে হঠাৎ ৮/১০ জনের একটি বখাটে গ্রুপ স্কুলের ভেতরে ঢুকে মেয়েদের উক্ত্যাক্ত করলে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদ তাদের উপর চড়াও হয়ে মারপিট করে। এতে প্রধান শিক্ষক সহ দুই শিক্ষার্থী আহত হয়।


এবিএন/হাফিজুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ