আজকের শিরোনাম :

বিরলে মাদক ও চোরাচালান বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৮

দিনাজপুরের বিরলে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র কিশোরীগঞ্জ বিওপি’র আয়োজনে, মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে ভান্ডারা ইউপি’র পাকুড়া বাজারে র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কিশোরীগঞ্জ বিওপি কমান্ডার নায়েক সুবেদার গিয়াস উদ্দীন, হাবিলদার আলমগীর হোসেন, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, সংরক্ষিত ইউপি সদস্য লিপি আরা, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, সমাজসেবক আলহাজ্ব আব্দুল হক, আব্দুস সাত্তার, ফজলুর রহমান, যুবলীগ নেতা ফরহাদ হোসেন, সাংবাদিক মোজাম্মেল হক শামু, আতিউর রহমান, সুবল রায় প্রমূখ।

বক্তারা মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়াস ব্যক্ত করে মাদককে না বলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।  সেই সাথে এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করে গড়ে তুলতে ভ’মিকা রাখার আহ্বান জানানো হয়।

এবিএন/সুবল রায়/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ