আজকের শিরোনাম :

সিরাজগঞ্জ জেলা কারাগারে মানবতার দেয়াল সেবা শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৫

সিরাজগঞ্জ জেলা কারাগারে ‘মানবতার দেয়াল’ সেবা শুরু হয়েছে। কারাগারের বন্দিসহ বাইরের অসহায় লোকজনও সেবা পাচ্ছেন।

জানা গেছে, উক্ত কারাগারের ভিতরে ও বাইরে ‘মানবতার দেয়াল’ আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান এবং আপনার প্রয়োজনীয় জিনিস নিয়ে যান এ দুইটি শ্লোগান দেয়ালে লেখা হয়েছে লাল রংয়ে। দেয়ালে সাটাঁনো হয়েছে প্যান্ট,শার্ট, সুইটারসহ বিভিন্ন পুরাতন জামা কাপড়

। প্রথম শ্লোগানে ওই পণ্য সামগ্রী রেখে যায় সমাজের প্রভাবশালী লোকজন এবং দ্বিতীয় শ্লোগানে ওই সব পণ্য সমাগ্রী নিয়ে যায় সমাজের অসহায় পরিবারের লোকজন।

 জেল সুপার আল মামুনের তত্ববধায়নে এ মানবতার দেয়াল কারাগারের ভিতরে শুরু হয়েছে হয়েছে প্রায় ৩ মাস আগে এবং কারাগারের বাইরের বাউন্ডাড়ি দেয়ালে এই মানবতার দেয়াল সেবা শুরু হয়েছে প্রায় ১ সপ্তাহ আগে।

 তিনি বলেন, কারাগারের ভিতরে “মানবতার দেয়াল” সেবা দিচ্ছেন এবং পাচ্ছেন কারাবন্দি ও হাজতিরা। বাইরের “মানবতার দেয়াল” সেবা দিচ্ছেন এবং পাচ্ছেন বাইরের অসহায় পরিবারের লোকজন। উভয় মানবতার দেয়াল থেকে  তারা অনায়াসে ওই পণ্য সামগ্রী নিয়ে যাচ্ছেন প্রতিদিন। তিনি এ মানবতার দেয়াল সহযোগীতা করার জন্য সমাজের বৃত্তশালীদের সুদৃষ্টি কামনা করছেন।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ