আজকের শিরোনাম :

বোয়ালখালীতে পৃথক দুটি অগ্নিকান্ডে তিন লাখ টাকার ক্ষতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১১

চট্টগ্রামের বোয়ালখালি উপজেলায় পৃথক দুটি অগ্নিকান্ডের ঘটনায় পুড়েছে ৪টি বসতঘর। এতে ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ৩ লাখ টাকার।

গতকাল সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর রাতের মধ্যেই উপজেলার কধুরখীল মিলন মন্দির এলাকায় ও পৌর সদরের বণিকপাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা দুটি ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের লিডার নুরুল আবেদীন জানান, কধুরখীল মিলন মন্দির এলাকায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে।

এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও শান্তনু চৌধুরী, প্রদীপ চৌধুরী ও বাবু চৌধুরীর বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনটি বসতঘর পুড়ে অন্তত ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
তিনি পৃথক আরো একটি অগ্নিকান্ডের ঘটনার কথা জানিয়েছেন।

তিনি আরও বলেন, সোমবার গভীর রাত দেড়টার সময় উপজেলা পৌর সদরের গোমদন্ডী বণিক পাড়ার সবিতা বণিকের বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

 

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ