আজকের শিরোনাম :

ফুলবাড়িয়ায় শিক্ষককে আহত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৮

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম রব্বানী কে আহত করার প্রতিবাদে শিক্ষার্থীরা ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কের দেওখোলা বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

আজ মঙ্গলবার দুপুরে বখাটেদের বিচারের আওতায় আনার দাবীতে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

সহকারী প্রধান শিক্ষক সংগ্রাম চন্দ্র পাল জানান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসাবে স্কুল মাঠে মহড়া চলছিল।  সোমবার বেলা ১২ টার দিকে হঠাৎ ৮/১০ জনের একটি বখাটে গ্রুপ স্কুলের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের উপর চড়াও হয়।

 শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের মারপিঠ শুরু করে। প্রধান শিক্ষক গোলাম রব্বানী এগিয়ে আসলে তাঁর বুকে ইট দিয়ে আঘাত করে। এতে প্রধান শিক্ষক মাটিতে লুটিয়ে পড়ে। শিক্ষক-শিক্ষার্থীরা দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইন্সিটিউটে প্রেরণ করে।

কর্মসূচীতে অংশ নিয়ে পরিচালনা  কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ¦ তাজুল ইসলাম বাবলু বলেন, বখাটেদের ছবি দেখে আগামীকাল বুধবার বেলা ১১টার মধ্যে গ্রেফতার করা না হলে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

থানা অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


এবিএন/হাফিজুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ