আজকের শিরোনাম :

ফুলবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৩

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে সোমবার মনোনয়নপত্র ক্রয় ও দাখিলের শেষ দিনে প্রার্থীরা মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।

জানা গেছে, উপজেলা চেয়ারম্যান পদে আতাউর রহমান শেখ (আওয়ামী লীগ), গোলাম রব্বানী সরকার (স্বতন্ত্র) ও মইনুল হকসহ (জাতীয় পাটি) মোট তিনজন চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন আব্দুল লতিফ, উত্তম কমার মোহন্ত, নজির হোসেন, মমিনুল হক, রোস্তম আলী ও আব্দুল মজিদ মানিকসহ ছয়জন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন আওয়মী লীগ সমর্থিত নেত্রী রোকসানা আক্তার বিউটি, শামিমা আক্তার পারুল ও আর্জিনা খাতুন। অপরদিকে জাতীয় পার্টি সমর্থিত জান্নাতী বেগমসহ মোট চারজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল পর্যায়ে উপজেলা কমিটি, ছয়টি ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি,সম্পাদকসহ মোট ১৭৯ জন ভোটার গত ২৮ জনুয়ারি প্রত্যক্ষ ভোটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার ১০৮ তৃণমূলের ভোট পেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হলেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ ৬৩ ভোট পেয়ে তাদের নামের তালিকা কুড়িগ্রাম জেলা কমিটি কেন্দ্রে পাঠালে আতাউর রহমান শেখকে মনোনয়ন বোর্ড নৌকা প্রতীক দিয়েছেন।

ফলে উপজেলায় তৃণমূলের ভোটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার বিজয়ী হলেও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাকে নৌকা প্রতীক না দিলে তৃণমূলে নেতাকর্মীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।

 

এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ