আজকের শিরোনাম :

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৩

পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা অব্যাহত রয়েছে।

আজ (১১ ফেব্রুয়ারি) সোমবার সকালে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা করেছেন মুক্তিযোদ্ধা। আজ সকাল ১১টায় ঈশ্বরদী শহরের স্টেশন রোডে ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এই মানববন্ধনে আয়োজন করেন ।

সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তাফা চান্না মন্ডলের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা আজমল হক বিশ্বাস, হাবিবুল ইসলাম হব্বুল, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর হোসেন, আবুল বাসার, সিরাজ উদ্দিন বিশ্বাস, ফজলুর রহমান বুদু, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডল, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ছবি, আ’লীগ নেতা রেজাউল করিম রাজা, জহুরুল ইসলাম ,সাবেক যুবলীগ নেতা সাইফুজ্জামান পিন্টু, মুক্তযোদ্ধার সন্তান আব্দুর রহমান মিলন, পলাশ প্রমূখ।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মুক্তিযোদ্ধাদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর পাঠানো হবে। সেলিম হত্যাকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধাদের এই আন্দোলন চলবেই।

উল্লেখ্য গত ৬ই ফেব্রুয়ারি রাত ৯টার সময় পাকশী ইউনিয়নের বিবিসি বাজার থেকে নিজ বাড়িতে প্রবেশের মূহুর্তে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মোস্তাাফিজুর রহমান সেলিমকে ওঁত পেতে থাকা আততায়ী গুলি করে । আশঙ্কাজনক অবস্থায় তাকেপ্রথমে ঈশ্বরদী হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর হত্যাকারী গ্রেফতারের দাবীতে প্রতিদিনই পাকশীর রূপপুর এবং ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা, এলাকাবাসী এবং সুধিসমাজ মানববন্ধন, বিক্ষোভ ও সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছে।

বহুল আলোচিত ঈশ্বরদীর পাকশীর আওযামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যার ঘটনায় জড়িত আবদুল্লাহ আল বাকি ওরফে আরজু বিশ্বাস (৪৮) কে পুলিশ গ্রেফেতার করেছে । ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক এবং অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকীর নের্তৃত্বে বিশেষ অভিযানে পুলিশ আরজুকে গ্রেফতারে সক্ষম হয়েছে। আরজু পাকশী ইউপি’র চেয়ারম্যান এনাম বিশ্বাসের ভাই এমদাদুল হক টুলু বিশ্বাসের ছেলে এবং ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি বলে জানা গেছে।

সোমবার দুপুরে ঈশ্বরদী থানায় পাবনার পুলিশ সুপার রফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিং এ সেলিম হত্যার ঘটনায় আরজু বিশ্বাসের গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন। এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১০টার দিকে পাবনা সদরের হেমাইতপুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। পরে আরজুর স্বীকোরক্তিতে রাত ১২.৪৫ মিনিটে তার বাড়ি হতে ১টি বিদেশী পিস্তল এবং ম্যাগাজিন সহ ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকান্ড সম্পর্কে আরজু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যা আরো তদন্তের স্বার্থে এই মূহুর্তে প্রকাশ করা সম্ভব নয়।  সোমবার তাকে হত্যা ও অস্ত্র উদ্ধারের মামলায় আদালতে হাজির করে রিমান্ডে আনা হলে সকল ঘটনা উন্মেচিত হবে বলে তিনি জানিয়েছেন। ওসি ফারুকী জানান, আরজুর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় ১৯৯৪ সালের একটি হত্যা মামলাসহ দুটি মামলা রযেছে ।
 

এবিএন/গোপাল অধিকারী/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ