আজকের শিরোনাম :

তাড়াইলে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০০

কিশোরগঞ্জের তাড়াইলে ৫০ পিছ ইয়াবাসহ পালন মিয়া (২৩)নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তাড়াইল থানার এস আই আনিছুর আশিকীনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ১০ ই ফেব্রুয়ারি গতকাল রবিবার রাত আনুমানিক ১০.৩০ মিনিটের সময় রাউতি ইউনিয়নের কোণাভাওয়ার গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের বাবুল মিয়ার পুত্র পালন মিয়াকে ৫০পিছ ইয়াবাসহ গ্রেফতার করে তাড়াইল থানায় নিয়ে আসে।

আসামীকে থানায় নিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর সে ইয়াবার কথা অস্বীকার করলে থানা পুলিশ তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জিনাত রায়হানা কাছে নিয়ে গেলে  আলট্রাসনোগ্রাফ করে তার পেটের ভিতর ইয়াবার অস্থিত দেখতে পান।

পরে বিভিন্ন ঔষধ প্রয়োগের পর আজ সোমবার দুপুর ২.৩০ মিনিটের সময় বাথরুম চাপলে ইয়াবার একটি কৌটা বেরিয়ে আসে তাতে ৫০ পিছ ইয়াবা পাওয়া যায়।

ইয়াবা ব্যবসায়ী পালন মিয়া জানান,এই রকম ১৪ টি কৌটা অর্থাৎ ৭০০ পিছ ইয়াবা কলার সাথে খেয়ে পেটের মধ্যে করে কক্সবাজার জেলার টেকনাফ থানার হিংলানা বাজার থেকে নিয়ে আসে।

পালন আরো জানান, ৭০০ পিছ ইয়াবার মধ্যে তাড়াইল  উপজেলাসহ বিভিন্ন উপজেলায় ৬৫০ পিছ ইয়াবা সরবরাহ করেছে বাকী ৫০ পিছ ইয়াবা সরবরাহের প্রক্রিয়া করছিল।

এব্যাপারে তাড়াইল থানার অফিসার ইনচার্জ চৌধুরী মিজানুজ্জামান বলেন,গ্রেফকারকৃত ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দ্বায়ের পর আগামীকাল মঙ্গলবার সকালে কোর্ট হাজতে প্রেরন করা হবে।


এবিএন/সুমন মিয়া/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ