আজকের শিরোনাম :

পাঁচবিবিতে সরস্বতী পূজা পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৭

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশী হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলোতে সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। 

উপজেলার ৮টি ইউনিয়েনে সকাল থেকে এ পূজা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় পাঁচবিবি বারোয়ারী মন্দির, মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ, লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, শীব মন্দিরসহ শিক্ষা প্রতিষ্ঠান ও পারিবারিকভাবে পূজা অর্চনা, পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। 

শিক্ষার্থীরা বাহারী রঙের পোশাক পরে পূজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পূজা শেষে পুরোহিতরা শিশুদের হাতে খড়ি দিয়ে শিক্ষার জীবনে শুভ সুচনা করেন। এ ছাড়াও নানান কর্মসূচীর মধ্যে ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় আরতি, আলোকসজ্জা প্রভৃতি অনুষ্ঠিত হয়। 

মহীপুর হাজী মহসীন সরকারি কলেজর অধ্যক্ষ প্রফেসর ওমর আলী ও লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক প্রদীপ চন্দ্র ঘোষ, সহকারী শিক্ষক বাবুল চন্দ্র সরকার পূজা অর্চনার উদ্দেশ্যে আশা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সার্বিক অনুষ্ঠানের তদারকি করেছেন।

এবিএন/সজল কুমার/গালিব/জসিম


 

এই বিভাগের আরো সংবাদ