আজকের শিরোনাম :

ধর্মপাশায় ভ্রাম্যমাণ অভিযানে দুইজনকে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৩

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে জালধরা জলমহালের সলপ সমবায় মৎস্যজীবী সমিতি লিঃ ইজারাদার মো. মিয়া ও আলী নূর নামের দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মো. মিয়া ওই ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের নুরহজ মিয়ার ও আলী নূর একই ইউনিয়নের সলপ গ্রামের কোয়াজ আলীর ছেলে।  

আজ রবিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জালধরা জলমহালটিতে ইজারাদারের লোকজন গত ২-৩দিন ধরে সেলুমেশিন বসিয়ে জলমহালের পানি শুকিয়ে মাছ ধরে আসছিল।

খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব ওইদিন দুপুর আড়াইটায় জলমহালে গিয়ে এর সত্যতা পান এবং সেচ ও মাছ ধরার কাজে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মো. মিয়াকে ২ হাজার ও আলী নূরকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধর্মপাশা থানার এসআই হাফিজুর রহমান, এএসআই হামিম চৌধুরী, প্রমুখ।
 

এবিএন/ইমাম হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ