আজকের শিরোনাম :

নওগাঁয় পৃথক অভিযানে ১৬০ বোতল ফেন্সিডিল আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২০

১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধীনস্থ শীতলমাঠ বিওপি’র আদিবাসীপাড়া এলাকায় রবিবার ও পাগলাদেওয়ান বিওপি’র রুপনারায়নপুর এলাকায় শনিবার পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেন্সিডিল আটক করেছে বিজিবি।

জানাগেছে, ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধীনস্থ শীতলমাঠ বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ রহমত উল¬াহ এর নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার ভোর আনুঃ ৩টায় সীমান্ত পিলার ২৫৫ হতে আনুঃ ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আদিবাসীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল (প্রতি বোতল ১০০ মিঃ লিঃ) আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-৫৮হাজার টাকা। এসময় টহল দলের উপস্থিতি টের পেরে মাদক চোরাকারবারীরা ফেন্সিডিল ফেলে পালিয়ে যাওযায় টহল দল তাদের আটক/সনাক্ত করতে সক্ষম হয়নি।

আটককৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।

অপরদিকে আগের দিন শনিবার দুপুর আনু. সোয়া ১টায় ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধীনস্থ পাগলাদেওয়ান বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ জাকির হোসেনের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৭৩/১-এস হতে আনুঃ ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে রুপনারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল (প্রতি বোতল ১০০ মিঃ লিঃ) আটক করে। যার সিজার মূল্য ৬ হাজার টাকা।

এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে ধামইরহাট উপজেলার রুপনারায়নপুর এলাকার মোঃ হারুন অর রশিদের স্ত্রী  মোছাঃ মনোয়ারা বেগম (৪৫) ফেন্সিডিল ফেলে পালিয়ে যাওযায় টহল দল তাকে আটক করতে সক্ষম হয়নি।

আটককৃত ফেন্সিডিলসহ পলাতক আসামীর বিরুদ্ধে নিকটস্থ ধামইরহাট থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ১৪ বিজিবি পত্নীতলা ক্যাম্প সূত্রে জানাগেছে।


এবিএন/ব্রেলভীর চৌধুরী/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ