আজকের শিরোনাম :

মেলান্দহে বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের প্রতিবাদে সমাবেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৮

জামালপুরের মেলান্দহে বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের নামে বসতভিটা উচ্ছেদের পায়তারার প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। 

৯ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বাঘাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশে সভাপতিত্ব করেন-মালঞ্চ হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাতুজ্জামান ছক্কু মাস্টার। বাঘাডোবা, বুরুঙ্গা, গাঙ্গপাড়া, জালালপুরসহ পার্শ্ববর্তী এলাকাবাসি এর আয়োজন করে।

সমাবেশে বক্তব্য রাখেন-লিয়াকত আলী, আ: সাত্তার, আ: মজিদ, আবু তাহের, আমজাদ হোসেন, মমিনুল ইসলাম, গোলাম কিবরিয়া, নূরুল ইসলাম পুলিশ, বকুল মিয়া, সাধু মোল্লা, খুদেজা বেওয়া, আয়তন বেওয়া প্রমূখ।

এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের নামে হয়রানি বন্ধের অনুরোধ জানিয়ে বলেন-৫শ’ একর জমি অধিগ্রহণ করলে শতশত মানুষ বাস্তুহারা এবং কর্মহীন হয়ে পড়বে। এজন্য খাস জমি কিংবা খোলা জায়গায় জমি বন্দোবস্তের অনুরোধ জানান।

উল্লেখ্য, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারীজ কলেজটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার পর ৫শ’ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হয়। এ নিয়ে এলাকাবাসী সভাবেশ-মানবন্ধনসহ নানা কর্মসূচি দিয়ে আসছেন।

এবিএন/মো. শাহ্ জামাল/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ