আজকের শিরোনাম :

গলাচিপায় পাঠাগারে বই উপহার দিলেন ইউএনও

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৮

গলাচিপা পৌর এলাকার বেসরকারি গ্রন্থাগার আব্দুল গণি স্মৃতি পাঠাগারে ব্যক্তিগত তহবিল থেকে ১১ হাজার টাকার বই উপহার দিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম। 

সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পাঠাগার কক্ষে আনুষ্ঠানিকভাবে সভাপতি ডা. অনীল চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রুসেলের হাতে এ বই তুলে দেন তিনি।

বই হস্তান্তরের পর ডা. অনীল চন্দ্র মন্ডলের সভাপতিতেœ প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম বলেন, ‘যুগের সাথে তাল মিলিয়ে পাঠাগারের পাঠকদের আকৃষ্ট করার জন্য পাঠাভ্যাস অনুশীলন করতে হবে। এক দিনেই একজন ভাল পাঠক হয়ে যায় না। এটি দীর্ঘ অভ্যাসের ব্যাপার তিনি আরও বলেন এ পাঠাগার সমাজ ও দেশের উন্নয়ন ভাবনার সাথে সঙ্গতি রেখে এগিয়ে যাবে বলে আশা করি। 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, পাঠাগারের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রুসেল, কার্যনির্বাহী কমিটির সদস্য, গলাচিপা থিয়েটারের সাধারণ সম্পাদক এবং কালের কণ্ঠ পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সাইমুন রহমান এলিট, সাংগঠনিক সম্পাদক সবুজ কুমার পাল প্রমূখ।

এবিএন/মু. জিল্লুর রহমান/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ