আজকের শিরোনাম :

নওগাঁয় সড়কে সবজি ফেলে কৃষকের প্রতিবাদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৫

ক্ষতিগ্রস্থ সবজি চাষীদের ক্ষতিপূরনের দাবিতে নওগাঁর কীর্তিপুর হাট এলাকায় গতকাল শুক্রবার বিকেলে সড়কে সবজি ফেলে প্রতিবাদ করেছে ক্ষতিগ্রস্ত কৃষকরা।

কৃষক স্বার্থরক্ষা কমিটির ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সভায় সঠিক বাজার মনিটরিং না থাকায় ফড়িয়া সিন্ডিকেট চক্র এসব বাজার নিয়ন্ত্রণ করে তাই ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না বলে কৃষকরা অভিযোগ করেন।  তারা বলেন, নওগাঁর হাটগুলোতে পাতাকপি ও ফুলকপি মাত্র ২ টাকা পিসে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। এছাড়া অন্য সবজিরও ন্যায্য দামও মিলছে না।

ক্ষেত-ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে এসময় সভায় বক্তব্য রাখেন, জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, কৃষক ক্ষেত মজুর সমিতির আহ্বায়ক এ্যাডভোকেট মহসীন রেজা, কৃষক আবুল হোসেন প্রমূখ। পরে তারা নওগাঁ বদলগাছী সড়কে পাতা কপি ও ফুল কপি ছড়িয়ে প্রতিবাদ জানান।

এবিএন/ব্রেলভীর চৌধুরী/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ