আজকের শিরোনাম :

ফুলবাড়ীতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫২

সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার মেয়র মোঃ মুরতুজা সরকার মানিক ভিটামিন এ ক্যাপসুল বাচ্চাদেরকে খাওয়ানোর মধ্যদিয়ে শুভ উদ্বোধন করেন।  আজ শনিবার সকাল সাড়ে ৮টায় ফুলবাড়ী পৌর শহরের ব্যাস্ততম এলাকা ঢাকামোড় নামক স্থানে ১ থেকে ৫ বৎসর এবং ৬ মাস থেকে ১১ মাসের শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার অনুষ্ঠানিক উদ্বোধন করেন- পৌর মেয়র মোঃ মুরতুজা সরকার মানিক।  ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর সভার স্যানিটারী ইন্সেপেক্টর মোঃ মুরাদ হোসেন, ফুলবাড়ী পৌরসভার ভ্যাকসিনেটর সুপারভাইজার শেখ সহরাফ আলী (হীরা), ফুলবাড়ী পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক, মোছাঃ কোহিনুর বেগম, স্বাস্থ্য পরিদর্শক মোছাঃ লায়লা পারভীন।

এ সময় পৌরসভার সকল কর্মকর্তা, কর্মচারী, স্বাস্থ্য পরিদর্শকগণ, ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ফুলবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩৯টি কেন্দ্র খোলা হয়েছে। প্রত্যোকটি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য ক্যাম্পেইন খ্লোা হয়।  সেখানে এলাকার ১ থেকে ৫ বৎসর এবং ৬ মাস থেকে ১১ মাসের বাচ্চাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো এবার সাড়ে ৫ হাজার শিশুকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিক প্রত্যেকটি কেন্দ্র তদারক করছেন।

এবিএন/মোঃ আফজাল হোসেন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ