আজকের শিরোনাম :

বেড়ায় শিশুদের খাওয়ানো হলো ভিটামিন ’এ’প্লাস ক্যাপসুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৭

সারা দেশের ন্যায়  ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইনের আওতায় পাবনার বেড়া উপজেলায় ৪০ হাজার ১৫০জন শিশুকে ভিটামিন ’এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হলো ।

এর মধ্যে ৬ থেকে ১২ মাস বয়সী ৪হাজার ৯ শ’ শিশুকে নীল রং-এর ভিটামিন ’এ’ (১ লাখ আই ইউ মাত্রা ) ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৫ হাজার ২শ’৫০ জন শিশুকে লাল রং-এর ভিটামিন ’এ’ (২ লাখ আই ইউ মাত্রা) ক্যাপসুল খাওয়ানো হলো।

 আজ সকাল ৮টা থেকে বেড়া উপজেলার ১টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নে ১শ’ ৯৫ টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ’এ’ক্যাপসুল খাওয়ানো হয়।

 বেড়া উপজেলার রাজ নারায়নপুর উপস্বাস্থ্য কেন্দ্রে ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধান অতিথি বাবলু কুমার সাহা অতিরিক্ত সচিব,স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়,বিশেষ অতিথি ছিলেন, বেড়া ইউএনও আসিফ আনাম সিদ্দিকী এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বেড়া উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা ।


এবিএন/নির্মল সরকার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ