আজকের শিরোনাম :

সিংড়ায় সেচ সংকটে কৃষকরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৯

নাটোরের সিংড়ায় পূর্ব বিরোধের জেরে সেচ প্রকল্পের মটর চুরি ও ভাংচুর করেছে প্রতিপক্ষরা। সেচ প্রকল্পের মটর চুরি ও ভাংচুরের কারণে ১৫০ বিঘা বোরো ধানের জমিতে সেচ দেওয়া নিয়ে বিপাকে পড়েছে ওই কৃষক। গত সোমবার রাতে সুকাশ ইউনিয়নের শ্রীঘন্টা গ্রামের বিলে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার সুকাশ ইউনিয়নের শ্রীঘন্টা গ্রামের নাহিদ ও সাউদির সাথে দীর্ঘদিন থেকে একই গ্রামের রভি তালুকদারের বিরোধ চলে আসছিল। সম্প্রতি রভি তাঁর জমিতে ইরি বোরো আবাদ করার সময় রভির কৃষান অর্জুনকে গালিগালাজ করে প্রতিপক্ষ। ২ ফেব্রুয়ারি সেচ প্রকল্পের গ্যাস লাইন ভেঙ্গে দেয়। 

এ ছাড়াও ৪ ফেব্রুয়ারি রভিকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করে এবং ওই রাতেই কৃষাণ অর্জুনের অনুপস্থিতির সুযোগে আসামিদ্বয় পূর্ব পরিকল্পিত সেচ মটর চুরি করে নিয়ে যায়। এ নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। 

এ দিকে একই রাতে ওই ইউনিয়নের লক্ষ্মীখোলা বিল থেকে আরো ৩টি সেচ মটর চুরি গেছে বলে জানা গেছে। 

এবিএন/রাকিবুল ইসলাম/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ