আজকের শিরোনাম :

সিংড়ায় ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামি আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৭

নাটোরের সিংড়ায় সাবেক কলম ইউপির চেয়ারম্যান ফুনু হত্যাসহ তিনটি হত্যা ও ১০টি মামলার আসামি আঃ করিমকে আটক করেছে পুলিশ। 

বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া এলাকা থেকে ৪টি ককটেল ও ৫০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

সিংড়া থানার তদন্ত কর্মকর্তা নেয়ামুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চামারী ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাক থেকে আঃ করিমকে চারটি ককটেল ও ৫০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। করিমের বিরুদ্ধে কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনুসহ তিনটি হত্যা মামলাসহ ১০টি মামলা রয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৮ জানুয়ারি উপজেলার পারসা ঐল এলাকায় ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ফুনুকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলার আসামি ছিল আঃ করিম।

এ ছাড়াও বুধবার রাতে উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ী ও ১ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। 

এ দিকে বুধবার বিকেলে উপজেলার কৈগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ১৩৪ পিস ইয়াবা, ২টি মোবাইল ও ২টি সিমসহ আরিফুল ইসলামকে আটক করে র‌্যাব। আরিফুল উপজেলার বেলতা গ্রামের বাবলু প্রাং এর ছেলে। র‌্যাব-৫, সিপিসি-২, ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ যায়েদ শাহরীয়ারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। 

পরে তাকে মামলার মাধ্যমে সিংড়া থানায় হস্তান্তর করা হয়। 

এবিএন/রাকিবুল ইসলাম/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ