আজকের শিরোনাম :

লক্ষ্মীপুরে খাবারে ভেজাল দেয়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৯ | আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০১

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও খাবারে বিষাক্ত রঙ মিশানোর অভিযোগে ৪টি হোটেলে জরিমানা করা হয়েছে। একই সাথে একটি ফল দোকানের জরিমানা করা হয়। আজ জেলা শহরের এসব ব্যবসা প্রতিষ্ঠানে সর্বমোট ৫৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে রহমানিয়া হোটেল, হোটেল নূর জাহান, সোনার বাংলা হোটেল, মোহাম্মদীয়া হোটেল এবং একটি ফল দোকান।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, ভোক্তা অধিকার আইন অমান্য করে খাবারে বিষাক্ত রঙ মিশ্রণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং ফলমূলে বিষাক্ত ফরমালিন ব্যবহার করার অপরাধে বিভিন্ন হারে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে সর্বমোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভেজাল মিশ্রিত পণ্য কেনাবেচা বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

এবিএন/আবির আকাশ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ