আজকের শিরোনাম :

নলছিটিতে বিদ্যুৎতের বকেয়া বিল আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪১

ঝালকাঠির নলছিটিতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ে ভ্রাম্যমাণ আদালতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বরিশাল বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মাসুদুর রহমান এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

এসময় ওজোপাডিকো’র নলছিটি বিদ্যুৎ সরবারহের আওতায় থাকা হাই স্কুল সড়ক, পুরান বাজার, লঞ্চঘাট, মাটিভাঙাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ০৮টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং বিল বকেয়া থাকায় বেশকিছু সংযোগ বন্ধ করে গ্রাহকদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।

নলছিটি বিদ্যুৎ সরবারহের আবাসিক প্রকৌশলী মো. ফিরোজ হোসেন সন্যামত জানান, নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বকেয়া বিল আদায়ের লক্ষ্যে এ বিশেষ অভিযান অব্যহত থাকবে।

এবিএন/কায়কোবাদ তুফান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ