আজকের শিরোনাম :

হাতীবান্ধায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচী জাতীয়করণের দাবিতে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৬

সরকারের ঘরে ঘরে চাকুরী কর্মসূচী বাস্তবায়নের জন্য লালমনিরহাটের হাতীবান্ধায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর সুবিধা ভোগীদের চাকুরী জাতীয়কারণের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্বারকলিপি প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার জেলার হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে মানববন্ধন শেষে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন সুবিধা ভোগীরা। 

এ সময় তারা জানান, প্রথমত আমাদের সরকার ২ বছরের জন্য নিয়োগ দিয়ে বেকার জীবন থেকে মুক্তি দেয়। কিন্তু দুই বছর অতিবাহিত হওয়ার পর আমরা আবারও বেকার হয়ে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছি। তাই আমাদের চাকুরী জাতীয়করণের দাবিতে এ মানববন্ধন। 

এ সময় বক্তব্য রাখেন, ন্যাশনাল সার্ভিস সুবিধা ভোগী কমিটির আহবায়ক আনোয়ার হোসেন মিরু, যুগ্ম-আহবায়ক জাকির হোসেন জিন্নাহ, সদস্য আমির হোসেন, নাসরিন বেগম, আঞ্জুয়ারা বেগম ও শহিদুল ইসলাম। 

এবিএন/আসাদুজ্জামান সাজু/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ