আজকের শিরোনাম :

কমলগঞ্জে অস্বাভাবিকভাবে এক চা শ্রমিকের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের ধলই চা বাগানে অস্বাভাবিকভাবে তিন সন্তানের জনক এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম নারায়ন মাদ্রাজী (২৮)। সে ধলই চা বাগানের নতুন লাইনের (শ্রমিক বস্তি) চা শ্রমিক সুরি মাদ্রাজীর ছেলে। আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।

ধলই চা বাগান সূত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে তিন সন্তানের জনক চা শ্রমিক নারায়ন মাদ্রাজীকে নিজ বসত ঘর থেকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে সে মারা যায়। ধলই চা বাগানের নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন চা শ্রমিক জানান, কিটনাশক বা বিষপানের পর নারায়ন গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছিল। তবে ধলই চা বাগানের ব্যবস্থাপক আমিনুল ইসলাম জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই নারায়ন মাদ্রাজী মারা গেছে। চা শ্রমিকরা আরও জানান, চা বাগান ব্যবস্থাপক প্রকৃত বিষয়টি ধামাচাপা দিতে হৃদরোগে মৃত্যু বলে প্রচার করছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ধলই চা বাগানে এক চা শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন এ চা বাগানের ব্যবস্থাপক আমিনুল ইসলাম তাকে অবহিত করেছেন হৃদরোগে চা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সোয়া ৭টায় থানার ওসি আরও বলেন, লাশ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

এবিএন/প্রনীত রঞ্জন দেবনাথ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ