আজকের শিরোনাম :

হবিগঞ্জে ৩ লাখ ৬৫ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫২

হবিগঞ্জে ৩ লাখ ৬৫ হাজার ৫৬১ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাঝে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৩২৫ জনকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২২ হাজার ২৩৬ জনকে লাল রংয়ের ক্যাপসুল। ২০১৮ সালের ডিসেম্বর মাসে তাদের এ বয়স নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার সদর আধুনিক হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ও উপ-পরিচালক ডা. সুচীন্ত চৌধুরী।

অনুষ্ঠানে বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন মুখলেছুর রহমান উজ্জল, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, গোলাম মোস্তফা রফিক, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক ফরিয়াদ চৌধুরী, রাসেল চৌধুরী প্রমূখ।


এবিএন/নুরুজ্জামান ভূঁইয়া/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ