আজকের শিরোনাম :

ফুলবাড়ীতে শীতজনিত ডায়রিয়ায় অর্ধশতাধিক আক্রান্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৩

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শীতজনিত ডায়রিয়ার প্রকট আকার ধারন করেছে । গত ৩ দিনে এ রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক রোগী ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ অবস্থায় আতংকে রয়েছেন শিশুর অভিভাবকরা ।
 
আজ বুধবার (৬ ফেব্রুয়ারী) ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৭ জন রোগী হাসপাতালে ভর্তি আছে।

যাদের বেশিরভাগই শিশু। ভর্তি রোগীরা হলো, উপজেলার ফুলমতি গ্রামের অতুল চন্দ্রের মেয়ে অনুরাধা(১৯ মাস),উত্তর বড়ভিটা গ্রামের আব্দুল জলিলের মেয়ে জিম (০৯ মাস), রাবাইতারী গ্রামের আনারুল হকের ছেলে মাহিদ হাসান (১১মাস), একই গ্রামের আঃ মজিদের স্ত্রী মজিয়া বেগম (৫০), বড়ভিটা গ্রামের শাহজালালের ছেলে আল-আজমাইন (১৯ মাস), নাওডাঙ্গা গ্রামের এনামুল কবিরের মেয়ে এশা মনি (০৯ মাস) ও চন্দ্রখানা গ্রামের নুরনবী মিয়ার স্ত্রী রুমি বেগম  (১৮)। এদের সকলকেই ডায়রিয়ার চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যরা চিকিৎসা নেয়ার পর সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ এরশাদুল হক জানান,গত ৩/৪  দিনে ৫০ জনেরও বেশি ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদ বলেন,শীতের কারনে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তবে আক্রান্তদের সঠিক চিকিৎসা দেয়ায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে।


এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ