আজকের শিরোনাম :

বেড়ায় রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩২

        
আশার পাবনা (বেড়া) জেলার ৩২টি ব্রাঞ্চের ৩২ জন ব্রাঞ্চ ম্যানেজার, ৫ জন আঞ্চলিক ম্যানেজার ও জেলা ম্যানেজার নিয়ে আজ ৬ ফেব্রুয়ারি ১ দিনের  ঝগঅচ প্রকল্পের আওতায় ঞঝঝ পরিকল্পনা বাস্তবায়নে রিফ্রেসার প্রশিক্ষণ কোর্স-২০১৯ সম্পন্ন হয় । 

উক্ত প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ খুরশীদ আলম, ডেপুটি ডিরেক্টর (এগ্রি), আশা কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা,  প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শফিউল আলম, এ.ই.এস, বাংলাদেশ ব্যাংক, মোঃ ইসমাইল হোসেন, এল.ই.এস, বাংলাদেশ ব্যাংক, মোঃ আব্দুল খালেক, সিনিয়র আরএম (এগ্রি ও বিশেষ ঋণ) পাবনা জেলা। 

উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ গোলাম মোস্তফা, ডিএম, আশা-পাবনা (বেড়া) জেলা। 

উক্ত অনুষ্ঠানে কৃষি প্রকল্পে কৃষি ভিত্তিক প্রশিক্ষণসহ ঋণ প্রদানের জন্য সকল ব্রাঞ্চ ম্যানেজার ও আঞ্চলিক ম্যানেজারদেরকে হাতে কলমে জৈব সার তৈরি ও ব্যবহার, দুগ্ধবতী গাভী পালন, গরু লালন-পালন  (মোটা তাজাকরণ), ভালবীজ উৎপাদন ও সংরক্ষণের পদ্ধতি, পিয়াজ, রসুন চাষ, লেয়ার, বয়লার ও টার্কি পালন পদ্ধতি সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হয় ।

এবিএন/নির্মল সরকার/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ