আজকের শিরোনাম :

গোপালপুরের অপহৃত শিশু নেত্রকোনা থেকে উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৪

টাঙ্গাইলের গোপালপুর থেকে ৪বছরের শিশুকে অপহরণের প্রায় ৪৮ঘন্টা পর নেত্রকোনার বারহাট্রা উপজেলার কলসাঝুরি গ্রাম থেকে গতকাল মঙ্গলবার বিকেলে উদ্ধার করেছে গোপালপুর থানা পুলিশ।

ঘটনার সাথে জড়িত ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপহৃত শিশুর নাম আবদুল্লাহ আল ওয়ার্সি। সে উপজেলার সাজনপুর গ্রামের জাকিরুল ইসলামের পুত্র। প্রেমের বিয়ের বিরোধিতা করায় প্রতিশোধ নিতেই মূলত শিশুটিকে অপহরণ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) আমীর খসরু জানান, পাশ্ববর্তী মধুপুর উপজেলার পুন্ডুরা গ্রামের মনসুর আলীর বখাটে পুত্র নাহিদ হোসেন বছর খানেক আগে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজনপুর গ্রামের জাকিরুল ইসলামের ভাতিজি নূরীকে গোপনে বিয়ে করেন।

নাহিদ মাদকাসক্ত হওয়ায় শ^শুরবাড়ির লোকজন বিয়ের বিরোধিতা করে। এতে নাহিদ ক্ষিপ্ত হয়ে জাকিরুলকে শিক্ষা দেয়ার পরিকল্পনা নেয়। এরই অংশ হিসেবে নাহিদ তার বন্ধু রাজীব, সজীব, দুলাল ও লিখনের সহযোগিতায় গত রোববার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে শিশু আবদুল্লাহ আল ওয়াশিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ি অপহরণ করে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে অপহৃতের মায়ের নিকট ৪০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
 
গোপালপুর থানার ওসি (তদন্ত) শফিউল আলম  জানান, অপহৃতের পরিবার গোপনে পুলিশকে খবর দিলে গোপালপুর থানা পুলিশ মুক্তিপণের টাকা পরিশোধের ফাঁদ পেতে মধুপুর উপজেলার টেংরী নামক স্থান হতে গতকাল মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রথমে লিটনকে আটক করে। সে ওই গ্রামের আবুল হোসেনের পুত্র। পরে দামপাড়া গ্রামের আবুল কাশেমের পুত্র সুমনকেও গ্রেফতার করা হয়।

পরে পুলিশ মোবাইল ট্রেকিং করে নেত্রকোনার বারহাট্রা উপজেলার কলসাঝুরি গ্রামের রুবেল মিয়ার বাড়ি থেকে অপহৃত ৪বছরের শিশু আবদুল্লাহ আল ওয়াসিমকে উদ্ধার করে।   


এবিএন/এ কিউ রাসেল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ