আজকের শিরোনাম :

আত্রাইয়ে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৯

নওগাঁর আত্রাইয়ে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে উপজেলায় কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম বিষয়ে ১ দিনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোর্শেদ মোঃ মনিরুজ্জামান। সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ঢাকা থেকে আগত এমডিভি এর সুপারভাইজার মীর ইমতিয়াজ উদ্দিন।
 
উপজেলা প্রাণী সম্পদ ডাঃ দিপক কুমারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রনজু, উপজেলা  প্রাণী সম্পদ অফিসার রুহুল আমীন আল ফারুক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হক, ইউপি চেয়ারম্যান জানবক্স সরদার, আত্রাই প্রেস ক্লাবের সভাপতি মোঃ রুহুল আমীন, সাংবাদিক রুহুল আমিন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, গ্রামে সচরাচর কুকুরের উৎপাত বেশি এবং কুকুরের কারণে অনেক মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হচ্ছেন। কুকুরকে প্রতিষেধক টিকা প্রদানের মাধ্যমে মানুষকে এর কামড় বা আঁচড় থেকে রক্ষায় এ কর্মকৌশলের সফল বাস্তবায়নে আগামী ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে সরকার কাজ করছে।

এবিএন/মোঃ রুহুল আমীন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ