ঘষিয়াখালী চ্যানেলে লবণ বোঝাই ট্রলার ডুবি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩০

কার্গো জাহাজের ধাক্কায় রামপালের ঘষিয়াখালী চ্যানেলের বগুড়া নামক স্থানে একটি লবণ বোঝাই ট্রলার ডুবে গেছে।  মঙ্গলবার দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিআইডব্লিউটিএ এবং স্থানীয় সূত্রে জানা গেছে যে, খুলনা গামী লবন বোঝাই ট্রলারকে খুলনা গামী একটি কার্গো জাহাজ এম.ভি. রশিদ-১ সজোরে ধাক্কা দিলে ট্রলারটি ভেঙ্গে যেয়ে ডুবে যায়। ট্রলারটিতে সাড়ে ৫হাজার মন লবন ছিল বলে জানা গেছে।  ট্রলার মালিক নুরুল আলম এবং লবনের মালিক মোঃ কামাল বলে জানা গেছে।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (খুলনা) এস.এম.সানোয়ার হোসেন সাংবাদিকদের জানান যে, তিনি ঘটনাটি জানার সাথে সাথে প্রধান পাইলট মোঃ শাহ আলম সহ অন্যান্য লোকদের ঘটনা স্থলে পাঠিয়েন এবং স্থানটিকে মার্কিং এবং লাইটিং’র ব্যবস্থা করেছেন যাতে করে অন্য কোন সমস্যা সৃষ্টি না হয়।

তিনি আরো জানিয়েছেন যে, ট্রলারটি চ্যানেলের কিনারা ঘেষে ডুবে যাওয়ায় চ্যানেলে নৌযান ও অন্যান্য কার্গো জাহাজ চলাচলে কোন সমস্যা হচ্ছেনা। তিনি আরো বলেন যে, ইতিমধ্যে মালিক পক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং দ্রুত  ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করার অনুরোধ জানানো হয়েছে।  

এবিএন/মোঃ সাইফুল আলম/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ