আজকের শিরোনাম :

ভূঞাপুরে শিক্ষকসহ ১০ পরীক্ষার্থী বহিস্কার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৪

টাঙ্গাইলের ভূঞাপুরে চলতি এসএসসি ও সমমানের পরীক্ষায় ১ শিক্ষক ও  ১০ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ইংরেজি ১ম পত্র পরীক্ষায় ভূঞাপুর-২ কেন্দ্রের  পলশিয়া রানী দীনমনি উচ্চ বিদ্যালয় ভেন্যুতে পরীক্ষার্থীকে প্রশ্নের উত্তর বলে দেয়ার দায়ে শফিকুল ইসলাম নামে এক শিক্ষককে বহিস্কার করা হয়েছে। সে  কালিহাতী উপজেলার চরসিঙ্গুলী মুসলিম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

এছাড়া ভূঞাপুর-১ কেন্দ্রের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যূতে অসদুপায় অবলম্বনের দায়ে  ১০ অনিয়মিত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতদের মধ্যে ৭ জন ঘাটাইল উপজেলার সিংগুরিয়া লোকেরপাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয়ের , ২ জন ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়ের ও ১ জন জুংগীপুর রুলীপাড়া উচ্চ বিদ্যালয়ের  শিক্ষার্থী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, ইংরেজি ১ম পত্রের  পরীক্ষায় পরীক্ষার্থীকে সহযোগিতার দায়ে এক শিক্ষক ও অসাদুপায় অবলম্বনের দায়ে বিভিন্ন বিদ্যালয়ের ১০জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।


এবিএন/কামাল হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ