আজকের শিরোনাম :

মেলান্দহে পাখি ও বন্যপ্রাণী রক্ষা শীর্ষক আলোচনা সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৮

জামালপুরের মেলান্দহে পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী রক্ষা শীর্ষক আলোচনা সভা আজ (৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় নাংলা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। শেরপুর বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ এর আয়োজন করে। বিভাগীয় বন কর্মকর্তা দেওয়ান আব্দুল হাই আজাদ এতে সভাপতিত্ব করেন।

 সহকারি বন সংরক্ষণ কর্মকর্তা ড. প্রাণতোষ চন্দ্র রায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক মাফল, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বণিক সমিতির সভাপতি আলহাজ কিসমত পাশা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল, জীব ও বৈচিত্র সংরক্ষণের স্বেচ্ছাসেবি সংগঠনের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রবিন প্রমুখ। সভায় জীব-বৈচিত্র রক্ষায় পাখি শিকার ও বন্যপ্রাণী শিকার বন্ধের উপর গুরুত্বারোপ করা হয়।
 

এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ