আজকের শিরোনাম :

বোয়ালখালীতে ধর্মীয় আলোচনা সভা অনষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৫

সকল ধর্মে মানবতার কথা নিহিত রয়েছে। সম্প্রীতি আর ভ্রাতৃত্বের চেতনা নিয়ে মানব কল্যাণে কাজ করে যেতে হবে। 

৪ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় গাউসুল আজম মাইজভা-ারী শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)’র ১১৩তম বার্ষিক ওরশ উপলক্ষে ৫ দিন ব্যাপী আন্ত:ধর্মীয় আলোচনার সমাপনী সভায় বক্তারা এ কথা বলেন।  

ধর্মীয় গবেষক দিলীপ বড়–য়ার সভাপতিত্বে আন্ত:ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আলোকিত বোয়ালখালী সম্পাদক মো. তাজুল ইসলাম রাজু। ছোটন বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাওলানা মো. আব্দুস ছবুর আল-কাদেরী ও শিক্ষক তরুণ বড়–য়া। 

এতে উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক একুশে পদক প্রাপ্ত বিনয়বাঁশী জলদাসকে মরণোত্তর সম্মাননা ও বিনয় পুত্র বাবুল জলদাসকে সংবর্ধনা প্রদান করা হয়।

আঞ্জুমান এ মোত্তাবেয়ীনে গাউছে মাইজভা-ারী বোয়ালখালী উপজেলার পূর্ব আমুচিয়া বড়–য়া পাড়া শাখার উদ্যোগে ৩১ জানুয়ারি শুরু হওয়া এ অনুষ্ঠানের মধ্যে ছিলো, বিশ্বশান্তি কামনায় পটঠান সূত্র পাঠ, বৌদ্ধ ধর্মীয় অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান ও সদ্ধর্ম দেশনা, সনাতন ধর্মীয় গীতাপাঠ এবং মাইজভা-ারী গান ও ছেমা মাহফিল। 

এবিএন/দেবাশীষ বড়–য়া রাজু/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ