আজকের শিরোনাম :

কাপাসিয়ায় উপনির্বাচনে ৪ জনের মনোনয়নপত্র বৈধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৫

কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে যাচাই বাছাই শেষে ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ হুমায়ূন কবীর।

গতকাল (০৩ ফেব্রুয়ারী) রবিবার বিকালে নির্বাচন অফিসারের কার্যালয়ে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

মনোনয়ন পত্র বৈধ প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল হাকিম মোল্লা হিরণ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মন্জরুল হক, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ হুমায়ুন কবীর সাংবাদিকদে এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ২ সেপ্টেম্বর ২০১৮ সালে মৃত্যুবরণ করলে এ আসনটি শূন্য হয়। ১০ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ । ২৮ ফেব্রুয়ারী ২০১৯ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার ২০৬১৫ জন। পুরুষ ভোটার ১০১৬৬ জন, মহিলা ভোটার ১০৪৪৯ জন।


এবিএন/নুরুল আমীন সিকদার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ