আজকের শিরোনাম :

নাসিরনগরে এনজিও অফিসে চুরি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৮

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে সাবেক সংসদ সৈয়দ মোরশেদ কামালের নিজস্ব ভবনে অবস্থিত একটি বেসরকারি অর্থ লগ্নী প্রতিষ্ঠান পদক্ষেপ অফিসে চুরি সংগঠিত হয়েছে। 

৩ ফেব্রুয়ারি গভীর রতে এ চুরির ঘটনা সংগঠিত হয়েছে বলে পদক্ষেপ অফিস সূত্রে জানা গেছে। পদক্ষেপের নাসিরনগর শাখা ম্যানেজার এসএম নিয়াজ মোরশেদ জানান, কর্মচারীর বেতন ও বিকেলের কালেশন বাবদ প্রায় ২ লক্ষ টাকা আলমীরার তালা ভেঙ্গে চুরেরা নিয়ে গেছে। 

এ বিষয়ে  ম্যানেজার বাদী হয়ে নাসিরনগর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। তিনি বলেন, রাতে ৬ জন কর্মচারীসহ তারা পাশের রুমে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ২ ঘটিকার সময় পার্শ্ববর্তী চা দোকানদার সুজন মিয়া তাদেরকে ফোনে জানালে তারা ঘুম থেকে উঠলে তাদের ডাক চিৎকারে চুরেরা পালিয়ে যায়। 

চা দোকানদার সুজন মিয়া জানায়, রাত আনুমানিক পৌনে দুই ঘটিকার সময় সে প্রকৃতির ডাকে সারা দিতে দোকান থেকে বের হলে তখন সে ১০-১২ জন লোক দেখতে পায়। 

এ সময় সে ম্যানেজারকে ফোন করলে লোকজন তখন পালিয়ে যায়। পরে তারা অফিসে গিয়ে গ্রিলের, দরজার ও অফিসের ভেতরে তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায়। 

তবে স্থানীয়রা এ চুরির ঘটনাকে রহস্যজনক বলে মন্তব্য করছে।

এবিএন/মোঃ আব্দুল হান্নান/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ