আজকের শিরোনাম :

গলাচিপায় সুইজগেটের বেহাল দশায় ঝুকির মুখে ইউনিয়নবাসী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৫

প্রায় ৬০ বছরের পুরনো এক সময়ের ঐতিয্যবাহী ১৫ কপাট সুইজগেটটি বিভিন্ন অঞ্চলের পর্যটকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত হলেও সংস্কারের অভাবে  হুমকির মুখে ৩ ইউনিয়নবাসী। 


সরেজমিনে গিয়ে দেখা গেছে, গলাচিপা উপজেলার অšর্গত গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া-পানপট্টি খালের বাঁধের উপর নির্মিত বোয়ালিয়া ১৫ কপাট সুইজগেট নামে পরিচিত যা আগুনমুখা নদীর সাথে সরাসরি সম্পৃক্ত। স্লুইসগেটটি পানি উন্নয়ন বোর্ডের ভেড়ী বাঁধের উপর অবস্থিত। যার মাধ্যমে গলাচিপা সদর ইউনিয়ন, পানপট্টি ইউনিয়নে ও রতনদী-তালতলী ইউনিয়নের বর্ষা মৌসুমের পানি নিষ্কাসন হয়ে থাকে।


এ ছাড়া  সুইজগেটের উপর দিয়ে দৈনিক গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার হাজার হাজার মানুষ জনের যাতায়াতের এক মাত্র পথ হওয়ায় দুই পাশের রাস্তায় গর্তের সৃষ্টি হয়ে স্লুইসগেটর কপাটগুলো ভেঙ্গে হেলে পড়েছে যার ফলে স্লুইসগেট'টি  এখন সম্পূর্ন হুমকির পথে। যে কোন মূহুর্তে ধসে পড়তে পারে বলে  জনসাধারণ মনে করছেন। 

তা ছাড়া এখনই সংস্কার করা না হলে অকালে হারিয়ে যাবে ঐতিয্যবাহী পর্যটক সমৃদ্ধ সুইজগেটটি  ৩ টি ইউনিয়নের হাজার একর ফসলি জমিসহ বসতি ঘরবাড়ি।

এ ব্যাপারে গলাচিপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাদি বলেন, উক্ত সুইজগেটটি দক্ষিণ বাংলার ঐতিহ্য সমৃদ্ধ। বিভিন্ন এলাকার পর্যটকদের আকর্ষণীয় স্থানটি  ঝ্ুঁকিপূর্ণ হওয়ায় বিষয়টি পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষকে অবহিত করেছি। তারা ব্যবস্থা না নিলে আমাদের কি করার আছে। 

এ বিষয়ে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. হাসানুজ্জামান বলেন, সুইজ গেটটি ঝুকিপূর্ণ খবর শুনে পরিদর্শনে গিয়েছিলাম। 

উক্ত সুইজগেটটি সংস্কার করার জন্য একটি প্রস্তাবনা মন্ত্রানালয় পাঠিয়েছি। আশা করছি প্রস্তাবনাটি পাস হয়ে আসলে সংস্কারের কাজ শুরু করতে পারবো। 

এবিএন/মু. জিল্লুর রহমান জুয়েল/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ