আজকের শিরোনাম :

সোনাগাজীতে সরিষা ক্ষেতে মৌবক্স স্থাপনে আগ্রহী হচ্ছে কৃষকরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১১

বৈজ্ঞানিক পদ্ধতিতে  মধু সংগ্রহ করার লক্ষ্যে সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউপির মধ্যম বাখরিয়া ও দক্ষিন চরছান্দিয়া গ্রামে সরিষা ক্ষেতে পরীক্ষামূলক মৌবক্স স্থাপন করেছে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর। তাদের এমন উদ্যেগের ফলে উপজেলার প্রত্যান্ত অঞ্চলের সরিষার চাষিরা তাদের নিজ নিজ সরিষা ক্ষেতের পাশে মৌবক্স স্থাপনে আগ্রহী হচ্ছে।

কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে, সোনাগাজী উপজেলায় এ বছর ২৮০ একর জমি জুড়ে সরিষার আবাদ হয়েছে।আবহাওয়া অনুকুলে থাকায় চাষকৃত জমিতে সরিষার বাম্পার ফলন হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা কাজী শফিউল ইসলাম বলেন,সরিষা ক্ষেতের পাশে মৌচাষ করলে সরিষার ক্ষতি হবে এমন ভ্রান্ত ধারনা ছিল।বর্তমানে কৃষি সমাপ্রসারন অধিদপ্তর কৃষকদেও প্রশিক্ষনের  মাধ্যমে সরিষা ক্ষেতে মৌবক্স স্থাপন  করলে বেশী সরিষা আবাদ হবে এটা বুঝাতে সক্ষম হয়েছি। বাজারে খাঁটি মধুর যথেষ্ট অভাব রয়েছে।

মৌবক্সের মাধ্যমে মধু সংগ্রহ করে বাজারে বিক্রি করলে কৃষক অর্থনৈতিক ভাবে আরো বেশি স্বাবলম্বী হবে।মৌচাষ বৃদ্ধি পেলে সরিষা ফুলের ভালো পরাগায়ন হবে এবং সরিষার ভাল ফলন হবে। যার ফলে সরিষা চাষে কৃষকরা আরো উৎসাহিত হবে।

দক্ষিন চরছান্দিয়া গ্রামের কৃষক সমির উদ্দিন ভুঞা বলেন, আগে সরিষা চাষ করলেও মৌবক্স স্থাপনে আগ্রহী ছিলাম না।আমরা মনে করতাম সরিষা ক্ষেতের পাশে মৌবক্স স্থাপন করলে ফলন কম হবে।কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষনের মাধ্যমে আমাদেও ধারনা পাল্টে গেছে।তাই এবার মধূ সংগ্রহের উদ্দেশ্যে সরিষা ক্ষেতের পাশে মৌবক্স স্থাপন করেছি।
 

এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ