আজকের শিরোনাম :

বান্দরবানে প্যাগোডা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও সনদপত্র বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৩

বান্দরবানে ৫০টি প্রাক প্রাথমিক প্যাগোডা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রামী বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ শনিবার (২ফেব্রুয়ারি) সকালে নিজ বাস ভবন কার্যালয়ের এশিক্ষা সামগ্রী বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর প্যাগোডা ভিত্তিক প্রাক প্রাথমিক শিক্ষা প্রকল্পের আওতায় শিক্ষা উপকরণ,সনদপত্র ও পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই।

বান্দরবানে প্রতিটি উপজেলায় শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,মৎস্য,তথ্য- প্রযুক্তিও সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তোলার লক্ষে শেখ হাসিনা সরকারের অত্যন্ত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার ফলে এমডিজি অর্জন সম্ভব হয়েছে। সারাদেশে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বান্দরবানেও রীতিমতো বিপ্লব ঘটেছে।

শিক্ষাক্ষেত্রে এবার বান্দরবান অনেক এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষায় আগের চেয়ে ছেলে মেয়েরা অনেক ভালো ফলাফল করছে। তবে আমরা একটু পিছিয়ে আছি উচ্চশিক্ষায়। আগে আমাদের শিক্ষায় দিকে দৃষ্টি ছিল না।

 এখন বর্তমান সরকার কর্তৃক প্রণীত সর্বজন স্বীকৃত বিজ্ঞানভিত্তিক ও কর্মভিত্তিক শিক্ষানীতি সর্বমহলে প্রশংসিত হয়েছে। দুর্গম অঞ্চলে প্রতিটি উপজেলার সড়ক উন্নয়ন,নতুন নতুন অবকাঠামো নির্মাণে,তরুণ-যুবসমাজকে আধুনিক প্রশিক্ষিত করে জনশক্তিতে রূপান্তর করা,স্বাস্থ্য সেবাকে তৃণমূলে পৌঁছে দেয়াসহ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মাধ্যমে প্রতিটি উপজেলায় পর্যায় ক্রমে আরো নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা উন্নয়ন শিক্ষা উপকরণ বিতরণে কাজ চলবে।

অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট,ট্রাস্টি মংক্যচিং চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান উজানী পাড়া মহা বৌদ্ধ বিহার বিহারাধ্যক্ষ্য উ:চাইন্দাওয়ারা মহাথের।

আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিটি জেলা মনিটরিং সদস্য মংথোয়াইচিং হেডম্যান, প্যাগোডা ভিত্তিক প্রাক প্রাথমিক শিক্ষা প্রকল্প আঞ্চলিক কমিটি জেলা মনিটরিং সদস্য পাইহ্লাঅং মারমা।

 ধর্মীয় কল্যাণ ট্রাস্ট শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এবার ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ২০জন দুস্থ,অসহায়-গরীব ছাত্র-ছাত্রীদেরকে সনদপত্র ও ৫০টি প্রাক প্রাথমিক প্যাগোডা শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে।


এবিএন/আব্দুর রহিম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ