আজকের শিরোনাম :

কালীগঞ্জ ৫ দোকানের মালামাল পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৪

গাজীপুরের কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ সংলগ্ন একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৫ দোকানের মালামাল পুড়ে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আজ শনিবার ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন খান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ও নরসিংদীর পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ওই মার্কেটের মঞ্জু হোসেনের ফার্নিচারের দোকান, সেলিম মিয়ার মোটরসাইকেল গ্যারেজ, কবির মেম্বারের ডেকোরেটর, মো. ওসমানের মাংসের দোকান ও আবিদ হোসেনের হোমিও ফার্মেসি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 

এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ